|
---|
সুফি রফিক উল ইসলাম : মেমারি : ১ সেপ্টেম্বর :
কলকাতার রামমোহন লাইব্রেরিতে সাহিত্যাঙ্গনের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসব অনুষ্ঠিত হল ১ সেপ্টেম্বর, রবিবার। বৈকালিক এই মহতী অনুষ্ঠানে সাহিত্যাঙ্গন পত্রিকার সঙ্গে সাহিত্য জগৎ, সবুজ পাতা, ময়ূরপঙ্খী প্রভৃতি চারটি পত্রিকার প্রকাশের সঙ্গে বেশ কয়েকজন গুণী কবির একক সংকলন পুস্তক আকারে প্রকাশিত হয়। সাহিত্যাঙ্গনের সম্পাদক জয়া মৈত্র, সাহিত্য জগৎ ও ময়ূরপঙ্খী পত্রিকা দুটির সম্পাদক শিব শংকর বক্সী ও শিবব্রত মৈত্র অনুষ্ঠানে উপস্থিত থেকে সুচারু ব্যবস্থাপনায় অনুষ্ঠান টি কে সুন্দর করে তোলেন। যদিও সবুজ পাতার সম্পাদক বর্ষীয়ান শতায়ু একশত পাঁচ বছরের সুধীন মৈত্র শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানের সভাপতি শিব শংকর বক্সী, প্রধান অতিথি ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায় এবং শিবব্রত মৈত্র ও জয়া মৈত্রের উপস্থিতিতে অমর কুমার দাস, জহর মিশ্র,সাক্ষী গোপাল দে, কানাইলাল মাঝি, বিদ্যুৎ কুমার দিন্দা, আব্দুল করিম, ডাঃ নুরুল ইসলাম মোল্লা, সিরাজুল ইসলাম ঢালি, মহম্মদ সফিকুল ইসলাম, অনির্বাণ সামন্ত, তপন কুমার দত্ত, মন মাঝি মনীষা, শ্রাবন্তী দাস, কাজল দাশ সিনহা,ছোটন গুপ্ত, অর্জুন কুমার মন্ডল, চঞ্চল প্রামাণিক, শিব সৌম্য বিশ্বাস, মিতালী পাল, আলপনা চ্যাটার্জী, অরুণা রায় মজুমদার, অঞ্জলি বেলেল, বরুণ ব্যানার্জী প্রমুখ প্রায় পঁচাত্তর জন গুণী ব্যক্তিত্ব এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠান টি কে সুন্দর সুচারু করে তোলেন।সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুপ্রিয়া ঘোষ ও শিবব্রত মৈত্র।