স্বজনের উদ্যোগে বিশ্ব কচ্ছপ দিবস পালন বাগনানে ।

লুতুব আলি, ২৩ মে :  হাওড়ার বাগনানে পালিত হল বিশ্ব কচ্ছপ দিবস। স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের উদ্যোগে বাগনানের টেপুর নবাসন অনন্ত রাম উচ্চ বিদ্যালয় এ কচ্ছপ দিবস পালিত হয়। বিশ্বায়নের প্রভাবে কচ্ছপ ও বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় স্থান পেতে চলেছে। স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, ২০২২ ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ আমেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী কচ্ছপ ধরা,শিকার করা ও বাড়িতে পোষা আইনত অপরাধ। কচ্ছপ জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ এদের সুরক্ষা করা দরকার। উপস্থিত ছিলেন সংরক্ষণকারী চিত্রক প্রামানিক, বিদ্যালয় এর প্রধান শিক্ষক সূর্যশেখর দাস, শিক্ষক অশোক মন্ডল, লালটু হাউলি, অরূপ দে, সুমন্ত দাস, এই বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিভাবকবৃন্দ শিক্ষকবৃন্দ। এদিনের অনুষ্ঠানে স্বজনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রী অভিভাবক শিক্ষকদের উত্তরীয় বই স্বারক দিয়ে বরণ করা হয়। ঐতিহ্যপূর্ণ কচ্ছপ দিবস উপলক্ষে কচ্ছপের উপকারিতা ও তাদের রক্ষা করার বার্তা দিয়ে উদ্ধার হওয়া দুটি তিল কচ্ছপ স্কুলের পুকুরে তাদের স্বাভাবিক আবাস স্থলে মুক্তি দেওয়া হয়।