|
---|
আলিফ ইসলাম, মেমারি : ১৫ তম বর্ষ শক্তিগড় উৎসব ২১ থেকে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় যুব গোষ্ঠীর উদ্যোগে।২৮ জানুয়ারি শক্তিগড় উৎসবে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাহিত্য সভা।প্রায় চল্লিশ জন কবি ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।যুব গোষ্ঠীর আজীবন সভাপতি বর্ষীয়ান কবি- প্রাবন্ধিক-গীতিকার-শিল্পী আবু মনিরুদ্দিন চৌধুরী এবং সম্পাদক সেখ কামরুল হাসানের উপস্থিতিতে সেখ লুতুব আলির সঞ্চালনায় দেবাশিস মুখার্জি, মোল্লা সফিকুল ইসলাম, কল্পনা রায়, দুরন্ত নাগ,আসরফী খাতুন, এহসান সনম, কাজী রেহানাজ ইয়াসমিন,সেখ মহম্মদ ইউনুস, সুফি রফিক উল ইসলাম, মৈত্রেয়ী ব্যানার্জি,অমৃতা বিশ্বাস সরকার,তাপস ভূষণ সেনগুপ্ত, কমলেন্দু পাল, রমাকান্ত পাঁজা, বিউটি সান্যাল,শর্মিলা বর্মন, নিরঞ্জন কোনার, রীতা সাউ, সবিতা চ্যাট্টার্জী,কানাই লাল বিশ্বাস,রীনা কুন্ডু,লায়েক মইনুল হক ,অজিত কুমার ঘোষ,স্বদেশ মজুমদার,গৌর হরি হাঁসদা প্রমুখ উপস্থিত হয়ে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত পরিবেশন করেন।