শক্তিগড়ের দুয়ারের সরকার শিবির পরিদর্শন করলেন রশমি সেন

লু তুব আলি : শক্তিগড়ের দুয়ারের সরকার শিবির পরিদর্শন করলেন রশমি সেন। বর্ধমান ২নং ব্লকের বড়শুল ১নং গ্রাম পঞ্চায়েত আয়োজিত দুয়ারের সরকার শিবির বৃহস্পতিবার পরিদর্শন করলেন রাজ্য কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রশমি সেন। সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমান উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২নং বি ডি ও সুবর্ণা মজুমদার। বর্ধমান ২নং ব্লকে উন্নয়নের ১১ বছর সফলতার সঙ্গে পালন করার অব্যবহিত পর এই দুয়ারে সরকার শিবির জনপরিসেবা এক অনন্য ভূমিকা পালন করেছে বলে ব্লকের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন রামনারায়ন শশীভূষণ বিদ্যাপীঠে আয়োজিত দুয়ারের সরকার শিবিরে মানুষের ঢল নামে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল জানান, বিদ্যালয় ছুটি থাকা সত্ত্বেও সমস্ত শিক্ষক-শিক্ষিকারা হাজির থেকে শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বি ডি ও সুবর্ণা মজুমদার জানান, দুয়ারে সরকার চতুর্থ দফার পঞ্চম দিনে ২৪ টা সার্ভিসের ব্যবস্থা করা হয়েছিল। কন্যাশ্রী, লক্ষী ভান্ডার, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু সহ একাধিক পরিষেবার আজ মানুষেরা অংশগ্রহণ করেন। বিশ্বাস করে ডিজিটাল লাইব্রেরী এই শিবিরের এক উল্লেখযোগ্য অংশ ছিল। রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি রো শমি সেন এই শিবিরের বিভিন্ন পরিষেবা গুলি দেখে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী পালন করা হয়। বড়শুল ১নং গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সংবর্ধিত করা হয়। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আদিবাসী নৃত্য ও বাউল সংগীত অনুষ্ঠানের এক অন্য মাত্রা এনে দেয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ২নং ব্লকের পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুন গোলদার, কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, বড়শুল ১নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, শক্তিগড় সফদার হাসমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, বড়শুল ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ সাই প্রমুখ উপস্থিত ছিলেন।