|
---|
সেখ জাহির আব্বাস : বর্ধমানক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের ছন্দময়জীবন। চারিদিকে যখন মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তখনই দারুণভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শক্তিগড় থানার এএসআই বিনয়কৃষ্ণ ঘোষ। বাড়ি বর্ধমান জেলার শ্রীরামপুরে।পরিবারে বৃদ্ধ বাবা মা ছাড়াও রয়েছেন স্ত্রী ও এক পুত্র। তবু এই সিদ্ধান্ত নিতে এতটুকু পিছপা হননি তিনি। তিনি জানান, হয়ত এমাসটা একটু অসুবিধা হবে। কিন্তু, চারিদিকের বহু মানুষই তো আরও অনেক কষ্টের মধ্যে আছে। এরপর তিনি সটান চলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়ের কাছে এবং তাঁর হাতে তুলে দেন পি এফ বাদে এপ্রিল মাসের বেতনের পুরো ৩৫ হাজার১০৮ টাকার চেক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। চেক হাতে নিয়ে কল্যানবাবু বলেন, ‘আমরা এই দানে খুব খুশি ও গর্বিত। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সাধুবাদ জানাই। আশা করি এই দান আরও অনেককে অনুপ্রাণিত করবে। ‘উল্লেখ্য,২০০১ সালে এই বিনয় বাবু পুলিশ বাহিনীতে যোগদান করেন। তাঁর প্রথম পোস্টিং ছিল বর্ধমান পুলিশ লাইনে।এরপর তিনি দুর্গাপুর পুলিশে যোগ দেওয়ার কিছু বছর পর বাঁকুড়ার সিপিআইএমের জেলা সম্পাদক তথা বর্তমানে দলের রাজ্য নেতা অমিয় পাত্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সামলান। তারপর ২০১৯ সালের জুলাই মাসে তিনি শক্তিগড় থানায় এ এস আই পদে যোগদান করেন। তাঁর এই মহৎ দানে শক্তিগড় থানার সহকর্মীরাও খুব খুশি এবং গর্ব বোধ করছেন। এমন দানের কারণ জানাতে গিয়ে প্রচার বিমুখ বিনয়বাবু বলেন,বিভিন্ন জায়গায় ডিউটি করতে গিয়ে দেখেছি করোনা ভাইরাসে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। রেশন দোকানে দেখেছি বড়ো বড়ো লাইনে বিপন্ন মানুষের ভিড়। এসময় খেটে খাওয়া অসম্ভব দিনমজুর, গরিব, ভ্যানচালক ও কাজহারা কর্মীদের পাশে দাঁড়ানো উচিত বলেই আমার মনে হয়েছে।তাই এই সামান্য এক মাসের বেতন আমি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করছি এবং আশা করি পরবর্তীকালে আরো অনেকে অনুপ্রাণিত হবে।