সালমানকে খান বিশেষ সম্মান ইস্টবেঙ্গল ক্লাবের ,দেওয়া হলো আজীবন সদস্য পদ

নিজস্ব সংবাদদাতা :দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় সালমান খান। শনিবার তিনি কলকাতায় আসেন। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিতেই তার কলকাতায় আসা। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি কালীঘাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ইস্টবেঙ্গল অনুষ্ঠিত কনসার্টে যোগ দেন। নাচে গানে মাতিয়ে তোলেন । এছাড়া আরো ছিলেন সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, সহ আরো বেশ কিছু শিল্পী। ইস্টবেঙ্গল ক্লাব থেকে বিশেষ সম্মান দেওয়া হয় ভাইজানকে। সালমানকে আজীবন ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য পদ দেওয়া হয় ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে।