কেশপুরের বিদায়ী বিডিও কে সম্বর্ধনা

নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে এক সঙ্গে পাঁচ শতাধিক আমলা – আধিকারিকের বদলীর আদেশ জারি হয়েছিলো পুজোর আগেই। পুজোর ছুটি কাটার পর অর্থাৎ লক্ষী পূজা কাটার পর বেশিরভাগ আমলা আধিকারিকগণ নতুন কর্মক্ষেত্রে যোগদান শুরু করেছেন। তার অন্যথা হলো না কেশপুরের বিডিও দীপক কুমার ঘোষের। কেশপুর ব্লকের বিডিও দীপক কুমার ঘোষ যোগদান করবেন পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লকে।

    সোমবার সকাল থেকেই বিদায়ী বিডিও শ্রী দীপক কুমার ঘোষকে সম্বর্ধনা দিলো সরকারি কর্মচারী ফেডারেশন, বিডিও অফিসের স্টাফগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন ডিজিটাল মিডিয়া। বিদায়ী বিডিও দীপক কুমার ঘোষ বলেন কেশপুর আমার কাছে একটা প্রানের জায়গা ।সরকারি নিয়ম অনুযায়ী আমাদেরকে বদলি হতে হবে কিন্তু কেশপুরের মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছি তা মনে রাখার মত। তিনি আরো বলেন সমস্ত কিছু উজাড় করে সাধারণ মানুষের কাজ করার চেষ্টা করেছি এবং উন্নয়ন মূলক কাজের ক্ষেত্রে রাজনৈতিক দল ও ও সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতা পেয়েছি কোনরকম বাধার সম্মুখীন হতে হয়নি.

     

    কেশপুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ নন্দী বলেন, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে ভারাক্রান্ত হৃদয়ে, আবেগঘন কণ্ঠে প্রিয় বি.ডি.ও দীপক কুমার ঘোষ মহাশয়কে বিদায় জানতে হচ্ছে। কেশপুর ব্লকে যোগদানের প্রথম দিন থেকেই অভিভাবক হিসাবে অভিজ্ঞতায় মহীরুহ বি.ডি.ও স্যারকে পেয়েছিলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ সর্বদা আমাকে গাইড করার জন্য এবং কর্ম ও কৌশল গুলোকে সহজে আত্মস্থ করানোর জন্য। তিনি এদিন বিডিও ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য এবং ওনার কর্মজীবনে সাফল্য ও উন্নতি কামনা করেন। এছাড়াও তিনি বলেন ওনার পরবর্তী ব্লকে কেশপুর ব্লকের মতোই নিজেকে মানব সেবায় ব্রতী করে ও সরকারের বিভিন্ন জনমুখী পরিকল্পনা গুলোকে বাস্তবায়ন করে ব্লকের প্রতিটা প্রান্তিক মানুষের উন্নতি সাধন করবেন।