কুর্নিশ জানাই আবার একবার কলকাতা পুলিশকে!

নতুন গতি নিউজ ডেস্কঃ পার্ক সার্কাস ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট
ইয়ার মোঃ বিশ্বাস, সিআইটি রোডেরলাল দাদা মসজিদের কাছে টহল দেওয়ার সময় রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই কয়েকজন মোটর সাইকেল আরোহীকে লক্ষ করেন পথচারী ও অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের সাথে খারাপ আচরণ করতে । তখন অফিসার অবিলম্বে তাদের আটক করে, যার যেরে ক্ষতিকারক মৌখিক ও শারীরিক সংঘাতের সাথে যুক্ত হন তিনি। এবং তাদেরকে মদ্দ্যপ অবস্থায় পাওয়া যায়। সার্জেন্ট অবিলম্বে বেনিয়াপুকুর থানায় তারদে নামে নালিশ জানান।

    পুলিশের উপকমিশনার, ট্রাফিক বিভাগের কর্মকর্তারা তার উত্তম কাজের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।