দীর্ঘ এক বছর ধরে বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে সমাজ বন্ধু

আসিফ রনি, নতুন গতি, বহরমপুর: রক্তদান থেকে শুরু করে দীর্ঘ এক বছর ধরে বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে সমাজ বন্ধু, বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে খাবার সামগ্রী।

    মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানা অঞ্চলের উপরডিহা বিলবাড়ি যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠা হয় সমাজ বন্ধু নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মানুষের সহযোগিতা করে আসছে।

    গতবছর পুরো দেশ লকডাউনে যখন মানুষ কর্মহারা সে সময় এলাকার অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে খাদ্য সামগ্রী। উপরদিকে বিভিন্ন সময়ে অসুস্থ ব্যক্তিকে রক্তের যোগান দিয়ে নজির গড়েছে।

    এবছর একদিকে আংশিক লকডাউন অপরদিকে রমজান। চরম সমস্যায় পড়েছে দিন আনে দিন খায় মানুষেরা। তাই ঈদ উপলক্ষে আবারো সাহায্যের হাত বাড়িয়ে দিল সমাজ বন্ধু। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার প্রায় ১০০ টি পরিবারের হাতে তুলে দিলো খাদ্য সামগ্রী।

    সংস্থার সভাপতি সুজাউদ্দিন শেখ জানান সমাজবন্ধু অসহায় মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ একটি সংস্থা। রক্তদান থেকে শুরু করে গত বছর লকডাউনে কর্ম হারা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী, গরিব পরিবারে বিবাহ উপলক্ষে বাড়িয়ে হয়েছে সাহায্যের হাত। ঈদ উপলক্ষে আজকে আবারও প্রায় ১০০ টি পরিবার হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী।