|
---|
লুতুব আলি, বর্ধমান, ২৫ সেপ্টেম্বর : পিতৃপক্ষের অবসান, মাতৃ পক্ষের সূচনার দিন শুভ মহালয়ার পূর্ণ লগ্নে শুভ্র প্রভাতে বর্ধমান শহরের বালাজি হাউসিং কমপ্লেক্সের আবাসিকেরা এক াইকেল র্যালির ব্যবস্থা করেছিল। এদিন এই সাইকেল যাত্রায় বর্ধমানের বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলিও অংশগ্রহণ করে। আগামী দিনে তীব্র জল সংকটের মুখে পড়তে হবে তার জন্য জনসচেতনতা গড়ে তুলতে ই সাইকেল র্যালিতে জল বাঁচানো ও জল ধরার ফেস্টুন ব্যানার ও স্লোগান তোলা হয়। একইসঙ্গে সবুজায়ন ও প্লাস্টিক বর্জন করার মত স্পর্শকাতর কিছু গুলিও ছিল। একইসঙ্গে আরও ছিল বাংলার ঐতিহ্যবাহী ছৌ নাচ। বর্ণাঢ্য সাইকেলের র্যালি ও ছৌ নাচ বর্ধমান স্টেশন থেকে শুরু হয়ে কার্জন গেট দিয়ে বড় নীলপুরের সেন্ট জেভিয়ার্স রোডের বালাজি হাউসিং কমপ্লেক্স পর্যন্ত র্যালিটি সাধারণ মানুষের মন জয় করতে করতে পৌঁছয়। সহযোগিতায় ছিলেন বালাজি হাউসিং কমপ্লেক্সের আবাসিক বৃন্দ, পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্ধমান শাখা। এদিনের র্যালিতে অন্যান্যদের মধ্যে পা মেলান চঞ্চল সেন, পার্থপ্রতিম মিত্র, সুমিত চৌধুরী, সুমন চৌধুরী, সব্যসাচী দাস, বরেন দাঁ, গাছ মাস্টার অরূপ চৌধুরী, বর্ধমান আদর্শ বিদ্যালয় প্রধান শিক্ষক সুবীর কুমার দে প্রমুখ।