সামাজিক সচেতনতায় বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কর্মশালা

সেখ সামসুদ্দিন, ১২ জুলাইঃ মেমারি রসিক লাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে তিনটি পৃথক বিষয়ে কর্মশালা আয়োজিত হয়। উদ্যোক্তাদের পক্ষে ফাউন্ডেশনের সভাপতি পার্থ প্রতিম মিত্র জানান উদ্ভীদজাত খাবার, বৈদ্যুতিন বর্জ্য ও আর্থিক সাক্ষরতা বিষয়ে বিশেষজ্ঞ তথা সংস্থার ভাইস প্রেসিডেন্ট কৌস্তুভ সামন্ত এদিন বক্তব্য রাখেন। যোগ দেয় শতাধিক ছাত্রছাত্রী, টিআইসি চন্দ্রা চ্যাটার্জী সহ শিক্ষিকাবৃন্দ। টিচার ইনচার্জ জানান অগ্রণী ভূমিকায় ছাত্রছাত্রীরা সচেতন হওয়ার পাশাপাশি তাদের অভিভাবক এরাও উপকৃত হবেন। ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম সম্ভব হলে আরও করা হবে।