|
---|
সেখ সামসুদ্দিন, ২৬ সেপ্টেম্বর : গতকাল থেকে বর্ধমান সদর দক্ষিণ মহকুমা জাতীয় কংগ্রেস সভাপতি, মেমারি পুরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার, আইনজীবী এবং সবার উপরে মানবসেবক প্রয়াত শ্যামল সরকার-এর স্মৃতি রক্ষা কমিটি দুই দিনের সমাজসেবার কাজে উদ্যোগী হয়ে মৃত্যু বার্ষিকী পালন করে। এই কর্মসূচিতে গতকাল শ্যামল সরকার স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়। আজ দ্বিতীয় দিনেও স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ বিশিষ্ট চিকিৎসক ডাঃ অপরাজিতা চ্যাটার্জী শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। অপরদিকে বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় একশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে রক্তদান শিবির করা হয়। উপস্থিত ছিলেন জাকির হোসেন, রাকিব সেখ, জয়ন্ত রায়, অনিল চৌধুরী, কৌশিক পরামানিক, প্রশান্ত চক্রবর্তী, সঞ্জীবা খাতুন, জয়ন্ত রায়, তুষার কান্তি পান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেমারি বিধানসভা জাতীয় কংগ্রেস যুব সভাপতি অনীক সাহা বলেন প্রয়াত মানবসেবক শ্যামল সরকারের আদর্শকে সামনে রেখে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে কাজ করব।