| |
|---|
ইসরাফিল বৈদ্য রাজু, নিউটাউন : সৌদি আরবে পবিত্র হজ্ব সম্পন্ন করে সম্মানিত হাজী সাহেবরা নিয়মিত ফিরেছেন কলকাতা বিমানবন্দরে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক নির্দেশে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের অধীনস্ত রাজ্য হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নকি’র নেতৃত্বে পুরো টিম অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে। বলাবাহুল্য হাজী সাহেবদের প্রথম উড়ানের যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম সহ বিশিষ্টজনরা। শনিবার সমাপ্তি উড়ানের হাজী সাহেবদের মোবারকবাদ জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন হজ্ব কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান, হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নকি,দীর্ঘদিনের হজ্ব সেবক আলহাজ্ব আবুল কাশেম মোঃ ফারহাদ, হজ্ব কমিটির সদস্য কুতুবুদ্দিন তরফদার, পীরজাদা হাজী রাকিবুল আজিজ বাখতেয়ারি, ফিরদৌস বেগম,সাজাহান আলি,আব্দুল হামিদ, হজ্ব অফিসার সৈয়দ ইকবাল নাইয়ার, জাহাঙ্গীর প্রমুখ।
চেয়ারম্যান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পাশাপাশি আগামী বছর সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরো ভালো পরিষেবা দিতে বদ্ধপরিকর বলে জানান।ইও মোঃ নকি বলেন হজ্বের অফিসার, সদস্য, স্বেচ্ছাসেবক সহ সমস্ত সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকায় সফল ভাবে হজ্ব সম্পন্ন হলো। তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। হজ্ব সেবক একেএম ফারহাদ বলেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম সহ দপ্তরের প্রধান সচিব পিবি সেলিম, অতিরিক্ত সচিব জিএইচ ওবায়দুর রহমান, বিশেষ সচিব শাকিল আহমেদ, হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নকি সহ চেয়ারম্যান,সকল সদস্য স্বেচ্ছাসেবক ও সমস্ত সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকায় সফল ভাবে সমাপ্তি হলো। তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


