সোমেশ্বর তলা একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়

সেখ সামসুদ্দিন, ১১ মার্চঃ মেমারি সোমেশ্বর তলা সার্বজনীন দুর্গাপুজো ৭৫ বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুজোর আগে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। আর এই ৭৫ বর্ষকে সামনে রেখে এদিন শনিবার সোমেশ্বর তলা আটচালায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। ফিতে কেটে প্রদীপ প্রজ্জলন করে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন মেমারি গ্রামীণ হাসপাতালের বিএম ওএইচ ডাঃ দেবাশীষ বালা, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান তথা সোমেশ্বর তলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি সুপ্রিয় সামন্ত, কমিটির সদস‍্যগণ সহ উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিনামূল্যে এইরকম একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের সাধুবাদ জানান মেমারি গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ ডাঃ দেবাশীষ বালা। উদ্যোক্তাদের সাধুবাদ জানানোর পাশাপাশি মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী সকলকে প্লাস্টিক ব্যবহার না করার পাশাপাশি জল অপচয় বন্ধ করারও আবেদন জানান এবং মেমারিবাসীকে জল নিকাশি সমস্যা থেকে মুক্তি দিতে আজ থেকে মেমারি পৌরসভা এলাকায় জলনিকাসী নালা গভীর ভাবে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। এই সোমেশ্বর তলা আট চালায় বিগত দিনে চরক বা গাজন উপলক্ষে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হতো কিন্তু বর্তমানে তা বন্ধ হয়ে গেছে। তাই কমিটির সদস্যদের কাছে সেই যাত্রাপালা আয়োজন করার আবেদন জানান মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। সোমেশ্বর তলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী দিনে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে এবং তারই আজ প্রথম পদক্ষেপ হিসেবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। এমনটাই জানান কমিটির সভাপতি সুপ্রিয় সামন্ত। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বর্ধমানের শরণ‍্যা বেসরকারি হাসপাতালের সহযোগিতায় ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা মেডিসিন, চক্ষু, ডায়েট, ফিজিওথেরাপি ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। এদিন চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিনের ডাঃ স্বস্তিকা রায়, চক্ষু বিশেষজ্ঞ সরণ গিরি, ডায়াবেটিসিয়ান ডাঃ পল্লবী পালিত, হাসপাতালের মার্কেটিং ম্যানেজার রিয়াজ মহসিন সহ নার্স ও ব্রাদাররা। রিয়াজ মহসিন জানান এখান থেকে চিকিৎসায় যাদের চক্ষু অপারেশন বা কোন রোগ নির্ণয় হলে তাদের হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করবেন এবং যা মেডিসিন ডাক্তারবাবুরা লিখবেন তা বিনামূল্যে এখান থেকে দেয়া হবে। তারা এই ধরনের স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এবং এই ধরনের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবা দিতে সচেষ্ট থাকেন বলে জানান মাল্টি স্পেশালিটি বেসরকারি হাসপাতালে ম্যানেজার রিয়াজ মহসিন। এছাড়াও আগামী ৫ জুন বৃক্ষরোপণ কর্মসূচি ও শুভ মহালয়ার পূর্ণ লগ্নে এলাকার দুঃস্থ দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে বলেও জানান উদ্যোক্তাদের পক্ষে দিব‍্যেন্দু ভট্টাচার্য্য। এলাকার বহু মানুষ এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। কেবলমাত্র আলোর রোশনাই, আকাশচুম্বী মন্ডপে যে মেমারি সোমেশ্বর তলা সর্বজনীন দুর্গাপুজো উদযাপন কমিটি তৃপ্ত নয়, তার মাঝেও মানবিক, সাংস্কৃতিক মূল্যবোধের এক অনন্য নিদর্শন মেমারির বুকে তুলে ধরল।