স্বামী-স্ত্রীর বিবাদে মর্মান্তিক ঘটনা সাগরদিঘীতে

রহমতুল্লাহ,সাগরদিঘী : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লক এর কাবিলপুর অমৃতপুর স্বামী-স্ত্রীর বিবাদের গুরুতর আহত স্ত্রী এবং মৃত্যু হল স্বামীর, উল্লেখ্য ৭ই জানুয়ারি শুক্রবার কলকাতা থেকে রাজমিস্ত্রি কাজ শেষ করে মুর্শিদাবাদে আসে মুরসালিম। সাগরদিঘীর একই পঞ্চায়েতের মুরসালিম এবং রঙ্গিলা বিবির সঙ্গে বেশ কয়েক বছর আগেই বিবাহ হয়। মুরসালিম এর স্ত্রী রঙিলা বিবি তার বাবার বাড়িতেই ছিলেন। মুরসালিম কলকাতা থেকে বাড়ি ফেরেন শুক্রবার আর সেই দিনই রঙিলা বেবি কে নিয়ে যান অমৃতপুর। রবিবারদিন রাত্রি ৯টার সময় স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হলে রঙ্গিলার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন মুরসালিম ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হন রঙ্গিলা, এদিকে মুরসালিম শেখএর বাড়ি থেকে ১০০ মিটার দূরে গিয়ে আম বাগানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মুরসালিম এর লাশ। ঘটনাস্থলে সাগরদিঘী থানার পুলিশ এসে রঙ্গিলা বিবি কে দ্রুত সাগরদিঘী হাসপাতালে পাঠানো হয় এবং মুরসালিম এর দেহ উদ্ধার করে নিয়ে যান। এবং মুরসালিম এর ঘরের মধ্যেই তার ৩ বছরের শিশুকে ঘুমন্ত অবস্থায় দেখা যায়। কিছুদিন আগেই সাগরদীঘির ভূপেন্দ্র নগরে ঠিক একইভাবে স্বামী-স্ত্রীর ঝামেলায় একই পরিবারের মা ও তিন সন্তান নদীতে ঝাঁপ দেয়। একের পর এক ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা ঘিরে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাবিলপুর এলাকাজুড়ে।