|
---|
আয়ুব আলি, উওর২৪পরগনা : মে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য উঠে আসে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংবিধান কে অটুট রাখতে হবে, মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে উওর২৪পরগনা র নৈহাটি রেলওয়ে বোকে হলে আই এন পি ইউ সি নৈহাটি শাখা আয়োজিত হয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতি ও বারাকপুর শিল্পাঞ্চলের পুনর্গঠনের দাবিতে এদিন উপস্থিত ছিলেন , নেপালদেব ভট্টাচার্য প্রাক্তন সাংসদ, মাস্টার নিজাম উদ্দিন জেলা সভাপতি আই এন পি ইউ সি উওর২৪পরগনা, গার্গী চট্টোপাধ্যায় সম্পাদিকা সি আই টি ইউ উওর২৪পরগনা, পরেশনাথ সরকার সর্ব ভারতীয় রেল শ্রমিক নেতা,দিব্যেনদু মিত্র সাধারণ সম্পাদক রাজ্য আই এন টি ইউ সি, দেবজ্যোতি মজুমদার এ আই টি ইউ সি নেতা এছাড়াও অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।