স্বামীর জন্মদিনে ভীন ধর্মী মানুষকে নতুন বস্ত্র প্রদান করলেন স্ত্রী

প্রতিনিধি, আজিজুর রহমান : স্বামীর জন্মদিনে আশপাশের গরীব দুস্থদের জামাকাপড় প্রদান করলেন হাবড়া অশোকনগরে সমাজ কর্মী রিয়ারুবি। কাউকে তুলে দিলেন লুঙ্গি কাউকে শাড়ি। কাউকে আবার জামা। নতুন বছরের পাক্কালে এমন ভাবেই মুসলিম দুই ধর্মের মানু‌ষের কাছে পৌছে গিয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরলেন সমাজকর্মী রিয়ারুবি। জানা গিয়েছে, পয়লা বৈশাখ তার স্বামী অনুপ ঘোষের জন্মদিন। একদিকে রাজ্যজুড়ে নববর্ষের উন্মাদনা। অন্যদিকে বিশ্ব জুড়ে চলছে প্রবিত্র রমজান মাস। রমজানের শেষে পবিত্র ঈদুল ফিতর। সেই উপলক্ষেই বাড়ির আস পাশের ৫০ টি মুসলিম পরিবারের বাড়িতে পৌছে দেন নতুন বস্ত্র। তার এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয় থেকে শুরু করে অনেকেই। কাউন্সিলার ঝিমলী চক্রবর্তী জানিয়েছেন, রিয়ারুবি সারা বছরই গবীর দুস্থ মানুষজনের পাশে দাঁড়ান। তাদের পুজোর সময় সে যেমন হিন্দু ধর্মের মানুষদের নতুন বস্ত্র প্রদান করেন। তেমনি রমজান মাসে মুসলিম পরিবারের পাশে দাঁড়ান। তাছাড়াও সারা রাজ্য জুড়ে তিনি বহু দুস্থ দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন। তিনি জানিয়েছেন, রিয়ারুবি সকল সামাজিক কাজ তাদের কাছে খুবই গর্বের। তার শুভাকাঙ্ক্ষী নিতু সাহা বলেন, বছরের বেশকিছু দিন রিয়ারুবি  রাজ্যের বিভিন্ন আশ্রমে পৌঁছে গিয়ে অনাথ শিশুদের ও বৃদ্ধাশ্রামের মায়েদের পাশে দাঁড়ান। তাছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার মানুষকে নতুন বস্ত্র, ওষুধ ও খাবারদাবার দিয়ে সহযোগিতা করেন। তিনি বলেন, রিয়ারুবি গতবছর বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও মুর্শিদাবাদে কয়েকশো পরিবারকে রমজানের খাদ্যসামগ্রী পাঠিয়েছিলেন। এমনকি পুজোতেও শতশত মানুষের পাশে দাঁড়ান। তার ওই সামাজিক কাজের জন্য রাজ্যের বহু মানুষ উপকৃত হয় বলে জানিয়েছেন নিতু সাহা।