|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং রাজ্যের বিজ্ঞান,প্রযুক্তি বিভাগ ও জৈবপ্রযুক্তি বিভাগ ও রাজ্য বিজন ও প্রযুক্তি কাউন্সিলের
সহযোগিতায় রাজ্যস্তরের ৩০ তম শিশু বিজ্ঞান কংগ্রেস উপলক্ষ্যে আয়োজিত বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় জেলা স্তরের পর রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হলো মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সম্প্রীতি খাঁড়া ও বিদিশা রায়।রাজ্য স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সায়েন্স কমিউনিকেটার্স ফোরামের ব্যবস্থাপনায়। কুইজের বিষয় ছিল “বিজ্ঞান সাধনায় বাঙালি”। কুইজে যোগ দিয়েছিল বিভিন্ন জেলায় আয়োজিত এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ান ও রানার্স টিম গুলি। রাজ্যস্তরে চ্যাম্পিয়ান হয়েছে পশ্চিম মেদিনীপুরের সম্প্রীতি ও বিদাশা। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে পূর্ব বর্ধমান ও জলপাইগুড়ি জেলা। ছাত্রীদের এই সাফল্যে খুশি হাওয়া বিদ্যালয় জুড়ে। খুশি বিদ্যালয় প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষিকা-শিক্ষাকর্মীগণ এবং ছাত্রী বৃন্দ। খুশি বিদিশার বাবা শিক্ষক বিকাশ রায় ও মা শিক্ষিকা মনীষা রায় পাঁজা এবং সম্প্রীতির বাবা শিক্ষক সুদীপ কুমার খাঁড়া ও মা গৃহবধু মৃন্ময়ী খাঁড়া। তাঁরা বিদ্যালয়েয়ে প্রধান শিক্ষিকা সহ সমস্ত শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছেন। সোমবার কলকাতার বিধান শিশু উদ্যানে আয়োজিত রাজ্যস্তরের ৩০ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের দ্বিতীয় দিনের অধিবেশনের পুরস্কার বিতরণী মঞ্চে এদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী মঞ্চ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক তুষার চক্রবর্তী, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক পুলিন চক্রবর্তী,রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের জয়েন্ট সেক্রেটারি সুদীপ্ত পোড়েল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।