সম্প্রীতি সভা ও রক্তদান শিবির অনুষ্ঠান হাবড়ার মিলন তির্থ ক্লাবের

সেখ আজাহারউদ্দিন : উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাবড়ার জয়গাছি মিলন তির্থ ক্লাবের বার্ষিক সম্প্রীতি সভা ও রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ক্লাব প্রাঙ্গনে। এদিন চার সম্প্রদায়ের চার ধর্মগুরু অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ইসলাম ধর্মালম্বীর প্রতিনিধি ও বিশিষ্ট শিক্ষক, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, হিন্দু ধর্মগুরু ও গোবরডাঙ্গা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সত্যরুপা নন্দ মহারাজ, খৃষ্টান সম্প্রদায়ের ধর্মাগুরু মৃণাল কান্তি দাস, শিখ সম্প্রদায়ের ধর্মগুরু সুখনন্দ সিং আলুয়ালিয়া। এছাড়া উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার পৌর প্রশাসক নিলিমেশ দাস, প্রাক্তন কাউন্সিলর গার্গী ঘোষ, কামদেব দত্ত, অজিৎ সিং, নারায়ণ চন্দ্র সাহা,ক্লাবের কান্তি সরকার, সভাপতি স্বপন দাস প্রমুখ। ক্লাবের পক্ষ থেকে কান্তি সরকার বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবছরে সেই ধারা অব্যাহত রাখতে এ বছরেও করোনা পরিস্থিতিতির মধ্যে মুমূর্ষ রোগীদের কথা ভেবে এই রক্তদানের আয়োজন করি। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু আজ দেশের বর্তমান পরিস্থিতির কথা ও শান্তি, সৌহার্দ্য ঐক্য বজায় রাখার কথা তুলে ধরেন তাতে আমরা কৃতজ্ঞ। এছাড়া ক্লাবের সুনীল দাস বলেন, আমরা থানার অনুমোতি নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে, সকলকে স্যানিটাইজার ট্যানেলের ব্যবস্থা করে ক্লাব প্রাঙ্গণে প্রবেশ করিয়েছি। এই কঠিন পরিস্থিতিতেও সেন্টার ব্লাড ব্যাঙ্ক ৬০ জনের রক্ত নিতে পেরেছে। ক্যাপাসিটি না থাকায় বাকী রক্তদাতাদের রক্ত নেওয়া গেল না। এদিন উপস্থিত সকলকে মাস্ক, হ্যান্ড গ্লাবস, গেঞ্জী, টুপি দেওয়া হয়। এছাড়া উপস্থিত ছিলেন, মিঠুন গাঙ্গুলী, টিঙ্কু সাহা, উত্তম সাহা প্রমুখ।