সম্প্রীতি মিছিল মেমারিতে

নূর আহমেদ, মেমারি, ৬ ডিসেম্বর ২০২৪  :মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে সম্প্রীতি দিবস ও বাংলাদেশ ও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন-জীবিকার উপর নৃশংস আক্রমণ বন্ধ করতে উভয় দেশের সরকারকে অবিলম্বে কার্যকরী গ্রহণ করতে হবে। এই দাবীতে মেমারি এরিয়া কমিটির পক্ষে একটি মিছিল সংগঠিত হয়। মেমারি লরি ইউনিয়নের সামনে থেকে মিছিল শুকু হয়ে চকদিঘী মোড, কৃষ্ণবাজার, স্টেশন বাজার হয়ে বামুনপাড়া মোড়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা হয়। সভায় বক্তব্য রাখেন মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক পীয়ুষ বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার, জয়দেব ঘোষ, পিন্টু ভ্ট্টাচার্য্য, আল্পনা মিত্র, চিন্তা কোঙার সহ অন্যান্যরা। বক্তা বলেন-আমরা যখন বাবরি মসজিদ ধ্বংসকান্ডকে স্মরণ করে সম্প্রীতি দিবস পালন করছি তখন প্রতিবেশি দেশ বাংলাদেশে হাসিনা সরকারকে উৎখাতের পর সেখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে সে দেশের সরকার। এদেশেও বিজেপি সংখ্যালঘুদের উপর আক্রমণ করে। এই সংখ্যালঘুদের উপর আক্রমনের প্রতিবাদে আমরা সামিল হয়েছি।ও