|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : সারাদেশে যখন চলছে সাম্প্রদায়িকতার বাতাবরণ, ধর্মের নামে মানুষ হত্যা, মব লিঞ্চিং ইত্যাদিতে যখন দেশ আসন্ন ঠিক সেসময় মুর্শিদাবাদের ছেলেরা সম্প্রীতির বার্তা নিয়ে” ধর্মের মায়াজাল’ নামে তৈরি করল একটি শর্ট ফিল্ম।
যদিও এটি একটি খুব কম খরচে নির্মিত শর্ট ফিল্ম তারপরেও অসাধারণ স্ক্রিপ্ট, ভিডিওগ্রাফী এবং দুর্দান্ত অভিনয়ে হিন্দু মুসলিম সকলের মন কেড়েছে ইতিমধ্যেই এই সিনেমা।
কিছুদিন ধরে অক্লান্ত পরিশ্রমে ইনজামুল খান স্ক্রিপ্ট লিখেন ,ও আসিফ রনির পরিচালনায় শ্যুটিং ও ছেলেদের প্রস্তুত করার ফলে সফল হয়েছেন।
উল্লেখ্য যে এরা সবাই ছাত্র তথা অভিনয়ে নতুন এবং পরিচালক নিজেও একজন নিজেও একজন ছাত্র।
সিনেমাটির পরিচালক আমাদের জানান যে , “এটি শুধু একটি সিনেমা নয় বরং সম্প্রীতি লক্ষ্যের জন্য একটি বার্তা। সেই রকম প্রযোজক না পাওয়ার ফলে আমাদের ভিডিও নিম্ন মানের এবং বিনা পারিশ্রমিকে কাজ করছে সকলে ।”
শর্ট ফিল্ম টি গতকাল ” AR Learn TV” নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। ইতিমধ্যে মানুষের মন জয় করে সাড়া ফেলেছে।
তিনি আরো বলেন, তাদের এই প্রয়াসকে অনুপ্রাণিত করতে সমাজের সচেতন এবং সভ্য ব্যক্তিদের কাছে সকল প্রকার সাহায্যের হাত বাড়াতে আহ্বান জানানো হচ্ছে।
সিনেমাটি ইতিমধ্যেই অসংখ্য প্রশংসা কুড়িয়েছে রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে । এছাড়াও বিভিন্ন বুদ্ধজীবীদের পক্ষ থেকে কাজের প্রশংসা এবং অনুপ্রেরণা দেওয়া হয়েছে ।