|
---|
পারিজাত মোল্লা,মঙ্গলকোট : সম্প্রীতির মেলবন্ধনে মঙ্গলকোটের পালিশগ্রাম হাইস্কুল। প্রজাতন্ত্র দিবস উদযাপনের পাশাপাশি ওইদিন সরস্বতী পুজোতে অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীরা । বিগত কয়েক বছর ধরে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ সরস্বতী পুজোতে অংশগ্রহণ করে। মায়ের পুজোর ফল কাটা থেকে শুরু করে পুজোয় মাকে সাজানো- ঘট আনা থেকে শুরু করে মায়ের বিসর্জন সবেতেই হিন্দু-মুসলিম ছাত্র-ছাত্রীরা একত্রে হাত লাগিয়ে কাজ করে । সমগ্র বিশ্ব যেখানে জাতিভেদ প্রথা নিয়ে উত্তাল, একে অপরের প্রতি সমূহ বিপদের আশঙ্কা তৈরি করছে। ঠিক তখন পূর্ব বর্ধমান জেলার প্রত্যন্ত অঞ্চলের মঙ্গলকোটের পালিশগ্রাম হাইস্কুল এক অনন্য ভাবধারা প্রতিষ্ঠা করে।এখানে আন্তরিকতার সম্প্রীতি সকলের নজর কেরেছে। বৃষ্টি খাতুন, মাম্পি খাতুন, শেখ সোয়েব প্রমুখ ছাত্র-ছাত্রীরা বলে বাগদেবীর আরাধনায় আমরা অংশগ্রহণ করি।সকাল থেকেই শিক্ষকদের নির্দেশে ফল কাটা থেকে শুরু করে মহাভোজে আমরা অংশগ্রহণ করি। প্রতিবছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে এসেছি। একই দিনে সকল ভাই বোন মিলেমিশে দুপুরের খিচুড়ি আমাদের কাছে অমৃতের সমান । সকালেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় । শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক অভিভাবকদের সমন্বয়ে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে । প্রজাতন্ত্র দিবস পালনের পাশাপাশি বাগদেবীর আরাধনায় লিপ্ত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা ।