|
---|
নিজস্ব সংবাদদাতা : ২৬শে সেপ্টম্বর শনিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন কবলিত মানুষদের পাশে দাঁড়ালেন ”আমাদের মুর্শিদাবাদ চ্যারিটেবেল ট্রাস্ট” এম যুব সমাজ সেবা কেন্দ্র”, এবং ”জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশন”। একসঙ্গে তিনটি সংগঠন হাতে হাত মিলিয়ে অনেক পরিশ্রম করে অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিলেন। সেখানকার দুস্থ এবং অসহায় মানুষদের উদ্দেশ্যে যাদের ঘরবাড়ি তলিয়ে গেছে গঙ্গা ভাঙনে। তাদেরকে কিছু খাদ্য সামগ্রি তুলে দিয়েছে চিড়া, মুড়ি, চিনি, তেল, চাল, ডাল, সোয়াবিন, একটি সাবান, এবং বাচ্চাদের কিছু হালকা খাদ্য সামগ্রী। আজকের এই অল্প বিস্তর পরিকল্পনা তাদের সম্পন্ন করেছে তিনটি এনজিওর উদ্যোগে। (A.M.C.T) এর প্রধান পৃষ্ঠপোষক বলেন সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধানঘড়া, শিবপুর এবং ধুসড়িপাড়া এলাকার ৫০০টি পরিবার গঙ্গার ভাঙনে তলিয়ে যায়। আজকের সেই সমস্ত এই পরিবারকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে আমাদের সেই ছোট্ট প্রচেষ্টা সম্পূর্ণ করলাম। আজ ২৬ শে সেপ্টম্বর শনিবার পূর্ব প্রস্তুতি অনুযায়ী আমরা চলে গিয়েছিলা ধানঘরা ,শিবপুর,ধুসরিপাড়া উদ্দেশ্যে। কিছু শুকনো খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমরা খুব খুশি হয়েছি।