|
---|
নিজস্ব প্রতিনিধি, সুতি : সামশেরগঞ্জের গঙ্গা ভাঙন কবে কবলিত এলাকা পরিদর্শনে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বুধবার বিকেলে সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ এবং মহেশতলা এলাকা পরিদর্শন করার পাশাপাশি ভাঙ্গন কবলিত এলাকার অসহায় মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরোধী দলনেতা আনারুল হক বিপ্লব, সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অমিত তিওয়ারি, জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি হাসানুজ্জামান বাপ্পা, জেলা যুব সাধারন সম্পাদক আয়েশা জুলেখা সহ অন্যান্য নেতৃৃবৃন্দ।