|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : জঙ্গিপুর পুলিশ জেলার অধীনে সামসেরগঞ্জের বেতবোনা গ্রামে প্রথমবারের মতো স্থায়ীভাবে বসানো হলো একটি নতুন পুলিশ ক্যাম্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সফরের পরই প্রশাসনের তরফ থেকে জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্থানীয়দের সমস্যার কথা শোনার পরই রাতারাতি এই ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া শুরু হয়।
নবগঠিত বেদবোনা পুলিশ ক্যাম্পে প্রাথমিকভাবে ছয়জন অফিসার এবং ২১ জন কনস্টেবলসহ মোট ২৭ জন পুলিশ কর্মী নিযুক্ত হয়েছেন। ক্যাম্পটি সামশেরগঞ্জ থানার প্রশাসনিক তত্ত্বাবধানে পরিচালিত হলেও, এটি মূলত বেতবোনা গ্রামের স্থানীয় মানুষের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাব-ইন্সপেক্টর মিঠুন হালদারকে বেতবোনা ক্যাম্পের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত থেকেই ক্যাম্পে কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী দিনে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বাসিন্দাদের মিষ্টিমুখ করানো হয়, যাতে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, দীর্ঘদিন ধরেই নিরাপত্তার অভাব ছিল গ্রামে। নতুন এই পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রশাসনের এই পদক্ষেপে বেদবোনা গ্রামজুড়ে যেমন স্বস্তি নেমে এসেছে, তেমনি স্থানীয় মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।