|
---|
রাজু আনসারী, অরঙ্গাবাদ : ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভাতেই বিরোধী শিবিরে বড়সর ভাঙ্গন ধরালো তৃণমূল কংগ্রেস। শনিবার সন্ধ্যায় শামশেরগঞ্জের নিমতিতায় তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের প্রাক্তন কার্যকারী সভাপতি তথা প্রাক্তন অঞ্চল সভাপতি বাসিরউদ্দিন বিশ্বাস। পাশাপাশি যোগ দেন জাতীয় কংগ্রেসের টিকিটে পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বী নাজাবাত আহমেদ সহ শতাধিক কর্মী সমর্থক। এদিন নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি মাষ্টার মোহাম্মদ সানাউল্লাহ, নিমতিতা অঞ্চল সভাপতি সামিউল হক, সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য ও তাদের প্রতিনিধি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন মূলত ২১ শে শহীদ দিবসকে সফল করতে সামশেরগঞ্জের নিমতিতার কামারপাড়া এলাকায় প্রস্তুতি সভার আয়োজন করে নিমতিতা অঞ্চল তৃণমূল কংগ্রেস। সভা থেকে বিরোধী কংগ্রেস, বাম ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমন করেন তৃণমূলের নেতৃবৃন্দ। আগামী ২১ জুলাই বিপুল পরিমাণ কর্মী সমর্থক ধর্মতলার সমাবেশে সামিল হবেন বলেই আশাব্যক্ত করেন বিধায়ক আমিরুল ইসলাম। এদিনের প্রস্তুতি সভায় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।