|
---|
উজির আলী, নতুন গতি,চাঁচল: নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে এবার প্রতিবাদে নামলো গৌড়বঙ্গ অধীনস্থ সামসি কলেজের পড়ুয়ারা।
পাশাপাশি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার পা মেলালো সামসি কলেজের হাজারো পড়ুয়া। জামিয়ায় পড়ুয়াদের নিগ্রহের প্রতিবাদে পুলিশের অমানবিক অত্যাচারের প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে এদিন এক বিশাল ধিক্কার মিছিল বের করেন সামসি কলেজের নবাগত ও পাঠরত ছাত্রছাত্রীরা। যা কলেজ গ্রাউন্ডেই সমাপ্তি ঘটে।
তৃণমূল ছাত্র পরিষদ এককের সভাপতি মিসবাহুল আলম(জেমস) জানান, জামিলা মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর অমানবিক লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয় এবং সংবাদ মাধ্যমে জানতে পারি, পুলিশ লাইব্রেরিতে ঢুকে ভাঙচুর করে জাতীয় সম্পত্তি নষ্ট করেছে। গোটা দেশের মানুষ যখন ধিক্কার জানাচ্ছেন এই ঘটনার। তার সাথে আমরা সামসি কলেজরে ছাত্র-ছাত্রীরাও দিল্লী পুলিশের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি।
মিসবাহুল আরোও জানান, পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইনের চরম বিরোধিতা করে কলেজ গ্রাউন্ডে একটি প্রতিবাদ মিছিল বের করি আমরা।