সামসুন নেহারের সাফল্যে গর্বিত চাঁদপুর চিলড্রেন্স অ্যাকাডেমী

সংবাদদাতা : চাঁদপুর চিলড্রেন্স অ্যাকাডেমীর ছাত্রী সামসুন নেহার ২০২৫ সালের হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যজুড়ে দ্বিতীয় স্থান অর্জন করে এক অনন্য নজির স্থাপন করেছে। হরিশ্চন্দ্রপুরের একটি হাই মাদ্রাসা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশ নিলেও মূলত সে পড়াশোনা করেছে সি.সি. অ্যাকাডেমীতেই। সামসুন ৯৭ শতাংশ নম্বরসহ মোট ৭৭৬ নম্বর পেয়ে এই সাফল্য অর্জন করে। এই গৌরবময় সাফল্যকে কেন্দ্র করে ৬ই মে ২০২৫ তারিখে চাঁদপুর চিলড্রেন্স অ্যাকাডেমীতে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের শিক্ষক সালাহুদ্দীন বুখারীর কুরআন তিলাওয়াত পেশের মাধ্যমে। অতঃপর বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ মর্তুজা আলী উদ্বোধনী বক্তব্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সামসুন নেহার-এর অদম্য ইচ্ছাশক্তি এবং আমাদের প্রতিষ্ঠানের পরিপূর্ণ শিক্ষাব্যবস্থাই এই কৃতিত্বের পেছনে মূল ভূমিকা পালন করেছে।” তিনি শিক্ষার্থীদের জীবন সংগ্রামে অগ্রসর হওয়ার আহ্বান জানান।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান ও অন্যান্য শিক্ষকবৃন্দ সামসুন নেহারকে অভিনন্দন স্মারক, বই ও উপহার সামগ্রী প্রদান করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামসুন জানায়, “আমি আমার শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞ। তাঁদের নিয়মিত সহায়তা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশ ও সমাজের সেবা করতে চাই।”

    এদিন অ্যাকাডেমীর অন্যান্য সফল মাধ্যমিক পরীক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য নানারাহী গ্রামের মাসুম আখতার এবং মালদার যদুপুরের মিনহাজ আখতার। তারা দু’জনেই অ্যাকাডেমীর হোস্টেলে থেকে পড়াশোনা করত। তিনজন কৃতী শিক্ষার্থীকে অ্যাকাডেমীর নিজস্ব তহবিল থেকে যথাক্রমে ৫০০০, ৪৫০০ ও ৪০০০ টাকা অর্থমূল্যের “হজরত আবু বকর (রা.)” স্কলারশিপ প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ভাষণে প্রতিষ্ঠানটির সম্পাদক জনাব আশরাফুল হক বলেন, “সামসুনের মেধা, দৃঢ় মনোবল এবং আমাদের শিক্ষকমণ্ডলীর আন্তরিক পরিচর্যাই এই অসাধারণ সাফল্য এনে দিয়েছে।” অনুষ্ঠানে ডাঃ মাহাতাবুদ্দিন, ডাঃ ওয়াজেদ আলী, জনাব আব্দুল্লাহ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।