সামতা মাদ্রাসায় আলোচনা সভা

আজাহার উদ্দিন : হুগলি জেলার সবচেয়ে পুরোনো ঐতিহ্যশালী দ্বীনীশিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মদীনাতুল উলুম সামতা সামাজিক দুরত্ব বজায় রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন রাজ্য জমিয়ত উলামা হিন্দের সহ সভাপতি মাওলানা মঞ্জুর আলম কাসেমী,বর্ধমান জেলা জমিয়তের সভাপতি পীরে কামেল মাওলানা মুফতি ইমদাদুল্লাহ চৌধুরী,আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা আব্দুস সাবুর কাসেমী,সামতা মাদ্রাসার সম্পাদক হাফিজ নুরুদ্দিন,মাদ্রাসার সচিব মিরাজুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।করোনা লকডাউন থেকে মাদ্রাসার পঠনপাঠন বন্ধ।সেই উপলক্ষে পড়াশুনা চালু করার জন্য সরকারি নির্দেশ মেনে পরামর্শ দেন উপস্থিত অতিথিরা।উল্লেখ এই সুপ্রাচীন দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য ছাত্র পড়াশুনা পাঠ সমাপ্ত করে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত হয়েছে।মাদ্রাসার পঠনপাঠন সংক্রান্ত নিয়ে মাদ্রাসা কতৃপক্ষ সুচারুভাবে আলোচনা করেন এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।