|
---|
সেখ আব্দুল আজিম (ডানকুনি) : সমুদ্র সৈকতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ ধামের শুভ উদ্বোধন করলেন দেখা গেল ডানকুনি চন্ডীতলা তেও জয়েন্ট স্কিনে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এছাড়া সাধারণ মানুষ নজর রাখলেন স্কিনের পর্দায়। আনন্দ উল্লাসে ফেটে পড়লো ৮ থেকে ৮০ বছরের সাধারণ মানুষ সকলে। প্রসঙ্গত ডানকুনি ওভার ব্রিজের নিচে অটো স্ট্যান্ডে অসংখ্য ভিড় লক্ষ্য করা যায় দীঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধনে। স্লোগান উঠলো আমাদের দিদি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ । অত্যন্ত আপ্লুত সকলে মিষ্টি মুখ করলেন । উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম এছাড়া ভাইস চেয়ারম্যান প্রকাশ রহা ছাড়াও ডানকুনি পৌরসভার কাউন্সিলর গণ ছাড়াও অসংখ্য সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মত। অনেকে জানালেন দিঘার টিকিট কাটা হয়ে গেছে যাওয়ার প্রস্তুতি রেডি।