|
---|
গ্ল্যামারাস দুনিয়ার হাতছানি ছাড়িয়ে ইসলামের পথে থেকে বিয়ে সারলেন সানা খান
নতুন গতি ওয়েব ডেস্ক: গ্ল্যামারাস দুনিয়ার হাতছানি ছাড়িয়ে সানা খান ফিরে এসেছেন ইসলামের পথে। আর এর পর সবাইকে আশ্চর্য করে দিয়ে বিয়ে সেরে ফেললেন গুজরাতের মুফতি আনাস সৈয়দের সঙ্গে। বিয়ের একটি ছবি শেয়ার করে সানা খান লিখেছেন, ‘আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি। আল্লাহর জন্য দু’জন দু’জনকে বিয়ে করেছি। আল্লাহ্ যেন এই দুনিয়ায় আমাদেরকে একসঙ্গে রাখেন এবং জান্নাতেও যেন আমরা একসঙ্গে থাকতে পারি। ফাবি আইয়্যি আলা ইরব্বিকু মা তুকাজ্জিবান। তুমি তোমার প্রভুর আর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?’
এভাবেই সানা খান লাল রঙের লেহেঙ্গা চোলিতে নিজের বিয়ের খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তার অভিনয়ের জীবন ছেড়ে শান্তির সন্ধানে আসা, নিজেকে আরও জানার জন্য সময় দেওয়া, এ সব শুধু লোক দেখানোর জন্য তিনি করেননি। এ থেকে সেটা আরও স্পষ্ট হয়ে গেল। একটি ভিডিয়োতে তাদের দু’জনকে হেঁটে সিঁড়ি থেকে নামতে দেখা যায় এবং তারা বিয়ের কেক কাটেন। তাঁর এই বিয়েতে আশ্চর্য হয়েছে অনেকেই। তবে সানা খান নিজে আশ্চর্য নন। তিনি চান তার জীবনে আরও শান্তি আসুক। অভিনয়ের রুপালি পর্দায় গ্ল্যামার থাকলেও সেখানে তিনি মানসিক প্রশান্তি খুঁজে পাননি। বেছে নিয়েছেন ইসলামের পথ। তিনি সৃষ্টিকর্তার দেখানো পথেই সারাজীবন চলতে চান এবং তার জন্যই প্রার্থনা করেছেন, এ দুনিয়ার সঙ্গে সঙ্গে পরকালের জীবনেও যেন মুফতি সৈয়দকে তার সঙ্গী করা হয়। মানসিক প্রশান্তির জন্য বছরখানেক আগে অভিনয় ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন আর এক অভিনেত্রী জায়রা ওয়াশিম।