|
---|
নতুন গতি নিউজ ডেস্ক:অভিনেত্রী সানা খান কিছুদিন আগে ইসলামের জন্য বলিউড ছেড়ে চমকে দিয়েছিলেন সবাইকে । আর এবার ফের চমক দিলেন সানা।গুজরাতের সুরাতের এক মুফতি সাহেবকে বিবাহ করেছেন তিনি। বিবাহের পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সানা সাদা হিজাব পরে। সঙ্গে তাঁর স্বামী মুফতি আনাস। ভিডিওতে বিয়ের কেক কাটতেও দেখা যাচ্ছে।