|
---|
নিজস্ব সংবাদদাতা : আর মাত্র কিছু সময়ের অপেক্ষা বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। দেশে হোক বা বিদেশে সারা বছর প্রতিটি বাঙালি অপেক্ষা করে থাকে বছরে এই চার দিনের জন্য। এ বার সেই দুর্গোৎসবে আর এক বাঙালির তৈরি প্যান্ডেল পাড়ি দেবে সোজা আমেরিকায়। হুগলির কোন্নগরের বাসিন্দা সন্দীপ মুখোপাধ্যায় শিল্পকলা দুর্গাপুজোয় আনন্দ বাড়াবে, ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের। হুগলির কোন্নগরের শিল্পী সন্দীপ মুখোপাধ্যায় এ বারে পুজোয় মোট ৭টি থিমের প্যান্ডেল বানাচ্ছেন। তার মধ্যে সবথেকে চমকপ্রদ থিম ‘বিশ্বরূপেন সংস্থিতা’।এই থিমের প্যান্ডেল বিমানে চড়ে পারি দেবে বিদেশের মাটিতে। কোন্নগর টু ক্যালিফোর্নিয়া যাচ্ছে তাঁর সৃষ্টি। ১৮ ফুট উচ্চতা ও ৪০ ফুট দৈর্ঘ্যের প্যান্ডেল ভাগ ভাগ করে পৌঁছে যাবে ক্যালিফোর্নিয়া। সেখানে গিয়ে হবে ইনস্টলেশন। শিল্পী সন্দীপ মুখোপাধ্যায় ভিডিও কলিংয়ে মাধ্যমে দেশে বসেই ইনস্টলেশনের কাজ সম্পন্ন করবেন।ক্যালিফোর্নিয়ার অন্যতম দুর্গাপুজো ‘বে এরা ইন্ডিয়ান প্রবাসী দুর্গাপুজো’। সোশ্যাল মিডিয়া মারফত ওই প্রবাসী দুর্গাপুজো কমিটির সঙ্গে যোগাযোগ হয় কোন্নগরের শিল্পীর। সোশ্যাল মিডিয়াতেই কাজের নমুনা দেখে কাজ পাকা হয় চুক্তি। জুলাই মাসে কাজের বরাত মিললেই শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। উত্তর কলকাতার এক জায়গায় শিল্পী তাঁর প্যান্ডেল তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন সহকর্মীদের নিয়ে। পলক ফেলার সময় নেই এই মুহূর্তে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ক্যালিফোর্নিয়া থেকে কিছু সদস্য আসবেন এই মণ্ডপটির ইনস্টলেশন দেখতে। এবং তারপর বিমান চড়েই সোজা পাড়ি দেবে গোটা মন্ডপ।এই বিষয়ে সন্দীপ জানান, বাঙালি হিসেবে তিনিই প্রথম, যার তৈরি প্যান্ডেল পাড়ি দিচ্ছে বিদেশের মাটিতে। ইউনেস্কো দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দেওয়ার পর দুর্গাপুজো এখন বিশ্বব্যাপী উৎসব। সেই থেকেই তাঁর এই থিমের ভাবনা, বিশ্বরূপেন সংস্থিতা। নিজের শিল্পকলা বিদেশের মাটিতে প্রবাসী বাঙ্গালীদের দুর্গোৎসবের আনন্দ দেবে, তাতেই আনন্দিত সন্দীপ।