সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে, গ্রেফতার ৪ ব্যক্তি

নূর আহমেদ,মেমারি : ৭ সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তরগত, সোনাডাঙ্গা এলাকায়, গতকাল বুধবার গভীর রাতে, ধৃত ৪ জন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়,। অভিযান চালিয়ে সোনাডাঙ্গা এলাকায় -ধৃত ৪ জন ব্যক্তিদেরকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে। পুলিশ ওই ৪ জন ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করে, পুলিশের সন্দেহ হয়,

    ডাকাতের উদ্দেশ্যেই জড়ো হয়েছিল ধৃত ৪ ব্যক্তি — বলে জানায় পুলিশ ।বৃহস্পতিবার ধৃত ৪ জনকে পুলিশ, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে, বর্ধমান আদালতে পেশ করে। পুলিশ সূত্রে , জানা যায় ধৃত ৪ ব্যক্তিদের নাম – সাজু দফাদার,বয়স ২০বছর, বাড়ি,- বিজয় রাম কেনেল পার এলাকায়, ফিরোজ খান, বয়স ২৭ বছর, বাড়ি -জাকরা পশ্চিম পাড়া, নিশীথ দাস, বয়স ৪০ বছর, বাড়ি মেমারির কদমপুকুর, ১০ নম্বর ওয়ার্ড এলাকায় এবং বাপি ক্ষেত্রপাল, বয়স ৩০ বছর, বাড়ি -মেমারির ছানা পট্টির বামুনপাড়া এলাকায়। ধৃতদের কাছ থেকে লোহার রড, চপার, দড়ি, লাঠি উদ্ধার করে মেমারি থানার পুলিশ।