|
---|
মোল্লা জসিমউদ্দিন : প্রতিবছর ৩ রা মার্চ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলার আয়োজন হয়ে আসছে। এবার সর্বপ্রথম ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’র পরিচালনায় হতে চলেছে একদিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। চলতি মাসের ১২ তারিখে অর্থাৎ রবিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বর্ধমান শহরে টাউনহল ঘরে এই প্রশিক্ষণ কর্মশালাটি হচ্ছে।এই কর্মশালার মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে কুড়ির বেশি পত্রিকা ( দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকা) পাশাপাশি অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল রয়েছে । এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় মিডিয়া পার্টনার হিসাবে ২৪ টি মিডিয়া কর্তৃপক্ষ রয়েছে বলে জানা গেছে। এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় শাহিদুল্লা মুন্সি সাহেব। প্রধান অতিথি হিসাবে থাকছেন রাজ্যের এজিপি (কলকাতা হাইকোর্ট) আনসার মন্ডল। বিশিষ্ট অতিথি হিসাবে থাকছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (বিধায়ক,কাটোয়া), শম্পা ধাড়া ( সভাধিপতি, পূর্ব বর্ধমান), মধুসূদন ভট্টাচার্য ( চেয়ারম্যান, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ), অলোক মাঝি (বিধায়ক, জামালপুর), আইনুল হক (উপ পুরপ্রশাসক, বর্ধমান পুরসভা), শেখর সেনগুপ্ত ( সম্পাদক, দৈনিক স্টেটসম্যান), আহমদ হাসান ইমরান (সম্পাদক, পূবের কলম), দেবাশিস দাস ( সম্পাদক, আইজেএ), সৌগত মুখোপাধ্যায় (‘ল’ অফিসার, সিভিল ডিফেন্স, নবান্ন), এমদাদুল হক নূর ( সম্পাদক, নূতন গতি), প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় ( সাধারণ সম্পাদক, বর্ধমান সহযোদ্ধা), বিশ্বনাথ রায় ( সদস্য, জেলাপরিষদ), অপার্থিব ইসলাম (সদস্য, জেলা পরিষদ) প্রমুখ। সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক মন্ডলীতে রয়েছেন সমীর গোস্বামী, রানা সেনগুপ্ত, উত্তাল ঘোষ, প্রবীর চট্টোপাধ্যায়, পার্থ চৌধুরী, রণদেব মুখোপাধ্যায়, মুকুল রহমান, সুবল সাহা, গোপাল দেবনাথ, খায়রুল আনাম, ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়, পরেশ ঘোষ, অরুপ লাহা,অরুণ অধিকারী, আমিনুর রহমান, সুরজিৎ ঘোষ হাজরা প্রমুখ। আইনী প্রশিক্ষক হিসাবে থাকছেন বৈদূর্য ঘোষাল (কলকাতা হাইকোর্ট), অলোক কুমার দাস (সিটি সেশন কোর্ট), সঞ্জয় ঘোষ (বর্ধমান কোর্ট), অনিন্দ্য চট্টরাজ ( কাটোয়া কোর্ট) প্রমুখ । আগামী ১২ ডিসেম্বর বর্ধমান শহরে টাউনহল ঘরে এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় সঞ্চালনায় থাকছেন জগন্নাথ ভৌমিক, সেখ সামসুদ্দিন, শফিকুল ইসলামদের মত সাংবাদিকরা। আয়োজক সংগঠন অর্থাৎ ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’ তরফে মোল্লা জসিমউদ্দিন, সোমনাথ ভট্টাচার্য, সেখ নিজাম আলম, সাধন মন্ডল প্রমুখ রয়েছেন। এই কর্মশালায় অংশগ্রহণ করতে পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, হুগলি, হাওড়া, কলকাতা থেকে সাংবাদিকরা আসবেন বলে জানা গেছে। মফস্বল সাংবাদিকতা থেকে মহানগরীয় সাংবাদিকতা পাশাপাশি জনসংযোগ, সংবাদ আইন, ডিজিটাল জার্নালিজম প্রভৃতি বিষয়ে আলোকপাত করবেন আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষক মন্ডলীর সদস্যরা।মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন পালন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলার খ্যাতি রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। দীর্ঘ বারো বছর ধরে সাংবাদিক তথা কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিনের নিরন্তর প্রচেষ্টায় এই কর্মকাণ্ড হয়ে আসছে।এবার তাতে নবতম সংযোজন একদিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ। ইতিমধ্যেই জেলা এবং মহানগরীয় সাংবাদিকতার সাথে যুক্ত সর্বোপরি যাঁদের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিন ধরে, তাঁরা এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় নিজেদের নানান অভিজ্ঞতা জানাবেন নবীন সাংবাদিকদের কাছে। আবার সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট সহ নিম্ন আদালতের বর্ষীয়ান আইনজীবীরা মামলা মোকাদ্দমার নানান ইতিহাস বিশেষত সাংবাদিকতা সংক্রান্ত তা বিস্তারিত জানাবেন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে।