|
---|
পারিজাত মোল্লা : সোমবার করোনার প্রকোপে হারিয়ে যাওয়া একমাত্র সন্তান সাংবাদিক অভিষেক দাশগুপ্ত র স্মরণে তার মা কবি ও লেখিকা শ্রীমতি কবিতা রায় দাশগুপ্ত শিশির মঞ্চে একটি অনুষ্ঠান এর আয়োজন করেন। অনুষ্ঠানের শুভসূচনা করেন সিদ্ধার্থ মুখাপাধ্যায় সাধারণ সম্পাদক রবীন্দ্র ভারতী সোসাইটি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায় , আবৃত্তিকার জগন্নাথ চট্টাপাধ্যায়, রবীন্দ্র ভারতী সোসাইটির সহ সম্পাদক রনজিত নায়ক। অনুষ্ঠান টি পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী কাজল সুর।সমবেত সঙ্গীত পরিবেশন করে রবীন্দ্র ভারতী সোসাইটি । আবৃত্তি পরিবেশন করেন ঊষসী সেনগুপ্ত , মুনমুন ব্যানার্জী, মীনাক্ষী দাস, মৈত্রেয়ী দত্ত , রিতরাজ দাশগুপ্ত প্রমুখ।উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন।