|
---|
সেখ সামসুদ্দিন : ২২ জুন, ভারতের প্রাচীনতম সাংবাদিক সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর শতবর্ষ উদযাপন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শাখা সাংবাদিক ও সামাজিক স্বার্থে বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে। আজ বুধবার জামালপুর পঞ্চায়েত সমিতির সভা কক্ষে শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও জামালপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মোবাইলে আসক্তি ও ছাত্রসমাজ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয় ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ হতে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন (আইপিএস), উপস্থিত ছিলেন এসডিপিও সদর দক্ষিণ সুপ্রভাত চক্রবর্তী, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, সহ-সভাপতি দেবু হেমব্রম, বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার ওসি রাকেশ কুমার সিং, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, জামালপুর কলেজের অধ্যক্ষ বিনয় হালদার, জামালপুর লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতালের অপ্টোমেট্রিস্ট শান্তনীল মালিক, আইজেএ- এর রাজ্য সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত, রাজ্য এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য তারক নাথ রায়, পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি স্বপন মুখার্জী, সাধারণ সম্পাদক অরূপ লাহা সহ সংগঠনের সদস্যবৃন্দ। এদিনের অনুষ্ঠানে উদ্বোধক পুলিশ সুপার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মোবাইল ব্যবহারের বিষয়ে মনোজ্ঞ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক।