|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: এই তো কয়েক দিন আগেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন বাবর আজম। করোনা আক্রান্ত খবরে জেরবার তিনি এবং তাঁর দেশের ক্রিকেট মহল। তাঁর মাঝে এমন হুমকি! কিন্তু হঠাৎই আজম খুনের হুমকি পেলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার কাছ থেকে? ইনস্টাগ্রাম লাইভে দীর্ঘক্ষন চ্যাট চলছিল বাবর আজম এবং শোয়েব মালিকের।
সানিয়ার পতি শোয়েব। সেখানে বেশ হাসি মজা, ঠাট্টা তামাশা চলছিল কিন্তু হঠাৎই তাদের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে সানিয়া মির্জা সরাসরি খুনের হুমকি দিয়ে বসলেন পাক অধিনায়ক বাবর আজমকে? ইনস্টাগ্রামে লাইভ চ্যাট করছিলেন পাকিস্তানের দুই ক্রিকেটার বাবর আজম এবং শোয়েব মালিক, ক্রিকেটের আড্ডাই চলছিল।
সেখানেই শোয়েব মালিক হঠাৎই বাবর আজমকে প্রশ্ন করেন “তোমার প্রিয় ভাবি কে? তাড়াতাড়ি উত্তর দাও। ” সেই প্রশ্নের উত্তরে সানিয়া মির্জাকে রাগানোর জন্য বাবর আজম বলেন আমার প্রিয় ভাবি খশবা ভাবি, যিনি প্রাপ্তন পাক অধিনায়ক সরফরাজ আহমেদের স্ত্রী। এই কথা শুনে সানিয়া মির্জা মজা করে বাবর আজম কে লাইভে শোয়েবের পাশ থেকে চেঁচিয়ে বলেন “তোমাকে খুন করে ফেলবো।”
এরপর সানিয়া মির্জা বাবর আজম কে বলেন, “তুমি সত্যি কথা বলে ভালোই করেছ। এরপর থেকে কোনদিন তোমাকে আর আমার বাসায় দাওয়াত দেবো না। “করোনার কারণে দীর্ঘদিন ধরে পাকিস্তানে আটকে পড়েছিলেন শোয়েব মালিক। দীর্ঘ পাঁচ মাস পরে তিনি ছুটি পেয়েছেন নিজের স্ত্রী এবং সন্তানের সাথে দেখা করার জন্য। রয়েছেন লন্ডনে।
সূত্রে কলকাতা টিভি