চাঁচলের কলিগ্রামে স‍্যানিটাইজ স্প্রে ও খাদ‍্য সামগ্রী বিলি

উজিল আলী, নতুনগতি,চাঁচল: ০৫ এপ্রিল
করোনার জের চলছেই সমগ্র বিশ্ব জুড়ে। মহামারীতে পিছিয়ে নেয় ভারতও। তাই সংক্রমন রুখতে মালদহের চাঁচলেল কলিগ্রাম ভিতরের অলিগলিতে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্যানিটাইজার স্প্রের সাহায্যে জীবাণু মুক্ত করা হল বিভিন্ন প্রান্তে।

    কলিগ্রাম রিলিফ ফান্ড তরফেই এই উদ‍্যোগ বলে জানান সংস্থার সদস‍্য পার্থ সারথী নন্দী।
    এদিন কলিগ্রামের কাঁসারি পাড়া বগচড়া ও মধ‍্যপাড়াতে গিয়ে জীবাণুমুক্ত করার কাজ করেন উদ‍্যোক্তারা।
    এবিষয়ে রিলিফ ফান্ডের এক সদস‍্য বলেন অনির্বান রায় চৌধুরী বলেন, ঘনবসতি পাড়া গুলিকে জীবাণুমুক্ত করা হচ্ছে। যাতে কোন ভাবেই রোগের প্রকোপ না ছড়িয়ে পড়ে। সাধারন মানুষ যেন সুরক্ষিত থাকেন,তাই আমরাও উদ‍্যোগী হয়েছি বলে জানান তারা। পাশাপাশি এলাকার দুস্থ পরিবার গুলিকে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ‍্য সামগ্রীও দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সদস‍্য সুমন গুহ জানান আমরা দফায় দফায় দুস্থদের চিহ্নিত করে প্রায় ৫০০ পরিবারকে ত্রান প্রদান করেছি।