|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বহু প্রতীক্ষার অবসান৷ দুবাইতে রুদ্ধশ্বাস প্রতীক্ষা. টানটান উত্তেজনার পর আদানি, ম্যানচেস্টার সকলকে পিছনে ফেলে আইপিএলে নতুন দুই ফ্রাঞ্চাইজির মালিক হল সঞ্জীব গোয়েঙ্কার RPSG Group এবং সিঙ্গাপুরের সিভিসি ক্যাপিটাল্সে বা ইরেলিয়া৷ সঞ্জীব গোয়েঙ্কা পেলেন লখনউয়ের মালিকানা৷ তিনি প্রায় ৭০০০ কোটি টাকার দর হেঁকেছেন৷ আর সিভিসি ক্যাপিটাল্স দর হেঁকেছে প্রায় ৫২০০ কোটি টাকার, তারা কিনে নিল আহমেদাবাদের ফ্রাঞ্চাইজি৷
এদিকে এদিন সোমবার দুবাইতে মহাগুরুত্বপূর্ণ আইপিএলের নয়া দুই ফ্রাঞ্চাইজি খোঁজার বিডিং প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল৷ শুরু করল বিসিসিআই৷ আইপিএলে নতুন দল কিনতে দশটি পার্টি নিজেদের আগ্রহ প্রকাশ করে বিড জমা দিল৷ ৬ টি শহরভিত্তিক দলের জন্য আহমেদবাদ, লখনউ, কটক , ধরমশালা, গুয়াহাটি, ইন্দোরের জন্য৷
আইপিএল হাই প্রোফাইল বিডাররা নিজেদের ভাগ্যপরীক্ষার জন্য বিডিং জমা দিয়েছেন৷ এই তালিকায় রয়েছে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আদানি গ্রুপ৷ টোরেন্ট ফার্মাসিউটিক্যালস, হিন্দুস্তান মিডিয়া ভেঞ্চুরস প্রাইভেট লিমিটেড, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, কাপরি গ্লোবাল এবং সিঙ্গাপুর ভিত্তিক ইরেলিয়া কোম্পানি পিটিই লিমিটেড৷ একসময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুক্ত রিতি স্পোর্টসও দুটি নতুন আইপিএল দলের জন্য বিড করেছে৷
ক্রিকবাজের সূত্র অনুসারে প্রতিটা বিডার দুটি করে খাম জমা দিয়েছেন৷ একটিতে নিজেদের ব্যক্তিগত ও আর্থনৈতিক তথ্য সবকিছু জমা দিতে হয়েছে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছে আইনি ও অডিট সংক্রান্ত বিষয়গুলি নজরে রেখেই এগোচ্ছে৷ দ্বিতীয় খামে বিডের বিষয়টি রয়েছে৷ পরে সেটি খুলে দেখা হচ্ছে৷
বিসিসিআই টেন্ডার ডাকা -র টাইমলাইন দুবার ধরে সময় বাড়িয়েছে৷ ২০ অক্টোবর অবধি শেষবার ডেডলাইন বাড়ানো হয়েছে৷ এটা করা হয়েছে শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড যাতে বিড জমা দিতে পারে৷রিপোর্ট অনুসারে বিসিসিআই আশা করছে দুটি নতুন আইপিএল ফ্রাঞ্চাইজি থেকে ৭ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা করে৷ ২২ টি কোম্পানি ১০ লক্ষ টাকা দিয়ে টেন্ডার পেপার তুললেও মাত্র ১০ টি পার্টি বিড জমা দিয়েছে৷নতুন দলগুলির জন্য মিনিমাম ২০০০ কোটি টাকা৷