সংকল্প ফাউন্ডেশনের বিবেকানন্দ স্মরণ

সেখ মহম্মদ ইমরান মেদিনীপুর : স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকীতে সংকল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেদিনীপুর বটতলার চকে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করা হয়। বিবেকানন্দ এর মতাদর্শ ও ভাবধারাকে বাস্তবে রূপায়িত করতে সংকল্প ফাউন্ডেশন উনার জন্ম দিবস উদযাপন করেছে বলে জানিয়েছেন সম্পাদিকা পারমিতা সাহা। সংক্ষিপ্ত আলোচনা করেন অন্যতম সদস্য নরোত্তম দে ।

     

    এছাড়াও আজ একই দিনে শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য এর আত্মবলিদান দিবসে শ্রদ্ধার্ঘ‍্য জানানো হয় মাল্যদানের মধ্য দিয়ে। এদিন উপস্থিত ছিলেন পিন্টু সাউ, মুনমুন ঘোষ, প্রতিমা রানা, বিজয় দাস,শোভন রানা,সন্দীপ দাস, অনীশ সাউ, অরিত্র দাস প্রমুখ।