আবারও কুলতলিতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সঙ্কর শ্রী 

আবারও কুলতলিতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সঙ্কর শ্রী

     

     

     

    বাবুল হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলির ভুবনেশ্বরীর ১লা ঘেরির সঙ্কর শ্রী ও জ্যোৎস্না শ্রী, আজমল মারি জঞ্জল সংলগ্ন খাড়ীতে স্বামী -স্ত্রী মিলে আজ সকালে নদীতে কাঁকড়া ধরার ওসময় অকসাৎ বাঘ মামা সঙ্গর শ্রীর উপর ফাঁপিয়ে পড়ে । পাশে থাকা স্ত্রী তৎক্ষনাৎ বাঘ মামার পিঠে চড়ে বশে কান মলতে থাকেন ও চিৎকার করতে থাকেন। এতে বাঘ মামা অতিষ্ঠ হয়ে আহার ছেড়ে পালিয়ে যায় । মহিলার চিৎকার ও চেঁচামিচিতে আশে পাশে নদীতে থাকা কাঁকড়া ধরা অন্য দলের লোকজন তাকে সাহায্য করতে ছুটে আসেন । নদী থেকে তাড়াতাড়ি তুলে নিয়ে লোকালয়ে আনেন, সেখানে প্রাথমিক চিকিৎসার পর কোলকাতা পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন।। একের পর এক সুন্দরবন লাগোয়া গ্রামের মানুষজন কখন বা বাঘের আক্রমণে নিহত ও আহত হয়েছেন । এদের সাথে সর্বদা যোগাযোগ রাখছেন APDR জয়নগর শাখা ।।