|
---|
সংবাদদাতা : ১৮ডিসেম্বর, বুধবার আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালন করল অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন হাওড়া জেলার উলুবেড়িয়ার মৌবেশিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। “সংখ্যালঘুদের অবস্থান”এর উপর এক সেমিনারের আয়োজন করেছিল। বক্তাদের বক্তব্য থেকে নিম্নলিখিত দাবিগুলো ওঠে। ওবিসি সার্টিফিকেট রাজ্যের মানুষ যাতে করে সহজে পায় তার ব্যবস্থা করতে হবে। MSK SSk সমূহ কে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত করতে হবে।কর্মরত অবস্থায় মারা গেলে মৃতদের যোগ্য পোষ্যদের চাকরি দিতে হবে।পেনসন চালু করতে হবে। মনিপুরে খ্রিস্টান সম্প্রদায়ের উপর আক্রমণ বন্ধ করে শান্তির পরিবেশ তৈরি করতে হবে। চার্চ গুলো সুশোভিত করতে হবে। হুগলি গভঃ মাদ্রাসা 1931 সালের বেঙ্গল এডুকেশন কোর্ড অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।এই হুগলি মাদ্রাসার কোন পরিবর্তন, পরিবর্ধন,পরিবর্জন করতে হলে বিধান সভায় বিল এনে বিশেষ এক্টে পাশ করিয়ে করতে হবে ।আমরা মনে করি আইনকে উপেক্ষা করে যেনতেন প্রকারনে হুগলি গভঃ মাদ্রাসা চালানো হচ্ছে।ওয়াকাফের আই থেকে ইমাম ও মোয়াজ্জেন ভাতা বৃদ্ধি করে নূন্যতম পনের হাজারটাকা ও দশ হাজার টাকা করতে হবে রাজ্যের জবরদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করার জন্য রাজ্য সরকার কে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াকফ বিল 2024 বাতিল করতে হবে তার জন্য বিরোধী সংসদ রা সংসদ ভবনে জোরদার আওয়াজ তুলুক কারন তিনারা জনপ্রতিনিধি জাতপাতের উর্ধ্বে উঠে সংবিধান মাথায় নিয়ে সঠিক দাবিতে সোচ্চার হোক। কেন্দ্রীয় সরকার সব ধর্মের মানুষের সরকার একথা ভুলে যাচ্ছে কেন, বারবার সমাজ মাধ্যমে লক্ষ্য করছি মসজিদ মাদ্রাসার উপর হামলা হচ্ছে কেন্দ্রের অপদার্থ সরকার কোন বলিষ্ঠ পদক্ষেপ আজো নিতে পারল না।।সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু আফজাল জিন্না। সুচারুভাবে সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজিবুল হক মল্লিক। বক্তব্য রাখেন বঙ্গিয় খ্রিস্টিয় পরিষদের রাজ্য সম্পাদক সঞ্জিত সানি ও জয়েন্ট সেক্রেটারি ডক্টর ইন্মানুয়েল সিং।শিক্ষাবিদ বাওজুল হোসেন।এস ডি পি আই নেতা তায়েদুল ইসলাম।সেখ মেহবুব আহমেদ রাজ্য সম্পাদক সারা বাংলা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি।, আইনজীবী আব্দুল মোমেন। মৌলানা নজরুল ইসলাম। রফিকুল ইসলাম আলকুরআন একাডেমী লন্ডন এর সম্পাদক হুগলি জেলার ।আরো অনেক শিক্ষাবিদ, শিক্ষক, উলামা হজরত গন বক্তব্য রাখেন।হাজি আনোয়ার শাহ এর দোয়ার মাধ্যমে দেশের কল্যাণ কামনা করে সমাপ্ত করা হয়।