সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার বিষয়ে সরব হলেন মুন্সী আবুল কাশেম

সেখ নুরুদ্দিন,সোনারপুর : ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নাগরিকদের অধিকার বিষয়ে সরব হলেন প্রাক্তন পিপি ,আইনজ্ঞ, শিক্ষা ও সমাজসংস্কারক তথা সংবিধানের ৩০ধারা আন্দোলনের পথিকৃৎ মুন্সী আবুল কাশেম। ভারত সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী সকল নাগরিকের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা মতপ্রকাশ, বিশ্বাস,ধর্ম ও উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতির সুনিশ্চিতকরণের মাধ্যমে ভাতৃত্ববোধে গড়ে তুলতে সংকল্পবদ্ধ দেশবাসী। তবুও দেখা যাচ্ছে আজও অনেক অধিকার থেকে বঞ্চিত সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের মানুষ।সংবিধান বিশেষজ্ঞ মুন্সী আবুল কাশেম বলেন,-সংবিধানে ১৫(৪) ধারা অনুযায়ী নন নন মুসলিম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উত্তরণের সুরাহা হলেও মুসলিম সমাজের ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে।১৫(৪)ধারায় স্পষ্ট উল্লেখ আছে,-কোনো সম্প্রদায় ও তৎসহ যারা সামাজিক ক্ষেত্রে পিছিয়ে আছে তাদের উন্নয়নের বিশেষ ব্যবস্থা গ্ৰহন করতে হবে। ভাগ্য বিড়ম্বিত সংখ্যালঘু সম্প্রদায় সব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উত্তরণের জন্য সংবিধানের ৩০(১) ধারায় নিজেদের পচ্ছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার কথা বলা হয়েছে। ৩০(২) ধারায় সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সরকারি অর্থ সাহায্য বরাদ্দের কথা আছে। তৎসত্ত্বেও সংখ্যালঘু সম্প্রদায়ের সুপ্রতিষ্ঠিত অধিকারকে খর্ব করা হচ্ছে। গণতান্ত্রিক ভারতবর্ষের নির্বিচারে স্বৈরতন্ত্রের প্রভাব। ৩০ ধারায় নিজেদের পচ্ছন্দমতো খ্রীষ্টান ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সরকারি অর্থ সাহায্য মিললেও সংখ্যালঘু বিশেষত মুসলিম সম্প্রদায়ের প্রতিষ্ঠান গুলিতে সরকারি অর্থ সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হচ্ছে।এর জন্য প্রয়োজন শিক্ষার প্রসার। সেই লক্ষ্যে তিনি সাংবিধানিক অধিকার আদায়ের লড়াইয়ে পশ্চিম বাংলার বুকে প্রতিষ্ঠা করেছেন অনন্য দৃষ্টান্ত স্থাপন – শিশু বিকাশ একাডেমি(প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়)।ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ডিগ্ৰি কলেজের। সাংবিধানিক অধিকার রক্ষায় শিক্ষাগত যোগ্যতায় যেদিন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হবে সেদিনই সুরক্ষিত হবে সংখ্যালঘু সম্প্রদায়।ধর্ম শিক্ষা গ্ৰহনের পাশাপাশি আধুনিক শিক্ষায় আরো বেশি বেশি একাগ্ৰ হবার পরামর্শ দিয়েছেন এ প্রজন্মের ছাত্র,যুব- যুবাদের।