সংখ্যালঘু শিক্ষার্থীদের২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি চলছে।

নিজস্ব সংবাদদাতা : বর্ধমান শহরে সংখ্যালঘু একাদশ, স্নাতক, স্নাতকোত্তর, মেডিকেল ,ডেন্টাল, প্যাথলজি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, বিএড, ডিএলএড, আইন,ইত্যাদি ছাত্রদের ভর্তি চলছে(বিজ্ঞান ও নিট পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।

    বিগত ২০১২ থেকে আংশিক এবং ২০১৫ থেকে নিরবিচ্ছিন্নভাবে ১১০ আসন বিশিষ্ট সমাজসেবী প্রতিষ্ঠান টি দেশ ও জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করছে। এই হযরত মানিকপীর মুসলিম বয়েজ হোস্টেল আবাসিক ছাত্রাবাস আধুনিক শিক্ষার স্বার্থে সর্বদা অগ্রণী ভূমিকা গ্রহণ করছে ও করবে ইনশাল্লাহ্।
    সংখ্যালঘু স্বউদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আল আমিন মিশন ও জিডি মনিটরিং কমিটি ও জিডি চারটেবল সোসাইটি উদ্যোগে সংখ্যালঘু আবাসিক মিশন গুলি গড়ে ওঠার ফলে তাদের ছাত্র-ছাত্রী ক্রমবর্ধমান উচ্চ শিক্ষার জন্যে শহর মুখী হয়। তার সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ড প্রতিটা জেলায় একটি করে কোথাও দুটি করে আবাসিক ছাত্রাবাস, ছাত্রী আবাস গঠন করেছে।
    বর্ধমান জেলাও ক্রমবর্ধমান উচ্চ শিক্ষার চাপের পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু ছাত্রদের কথা মাথায় রেখে বর্ধমান শহরে ছোট নীলপুর পীরতলায় হযরত মানিকপীর মুসলিম বয়েজ হোস্টেল (HMP Muslim Boyes Hostel) সংখ্যালঘু উন্নয়ন ও ওয়াকফ বোর্ডের সহযোগিতায়, এবং স্বশাসিত ও ওয়াকফ বোর্ডের তত্ত্বাবধানে সরকারি নিয়ম-কানুন মেনে আবাসিক ছাত্রাবাসটি সীমিত ক্ষমতার মধ্যে ও অতন্দ্রিপ্রহরি মতন জাতির সেবায় নিয়োজিত আছে। বিগত দিনগুলিতে বহু ছাত্র এখান থেকে পড়াশোনা করে সরকারি , বেসরকারি ও বিদেশে বিভিন্ন চাকুরী ক্ষেত্রে নিয়োগ লাভ করেছে , এবং কয়েকটি ছাত্র প্রশাসনিক দপ্তরে কর্মকর্তা আছেন। এই ছাত্রাবাস শুধুমাত্র তাদের নিরাপত্তা ও সুষম খাদ্যের ও পঠন-পাঠনের সুবন্দোবস্ত করে থাকে। বিগত দিনগুলি লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন আবাসিক সংখ্যালঘু মিশনের ছাত্র ও বহিরাগত ছাত্ররা একই ছাতার তলায় থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় দ্রুত সাফল্য লাভ করে এখানকার ছাত্ররা , যদিও সমগ্র কৃতিত্ব ছাত্রদের নিজস্ব প্রচেষ্টা ও পরিশ্রমের ফল।

    যে জাতি তার উত্থানের জন্য প্রচেষ্টা করেন না সেই জাতির উত্থানের জন্য আল্লাহও কোন প্রচেষ্টা করেন না, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সৌভাগ্য ও সাফল্য পায়ে লুটিয়ে পড়বে ইনশাল্লাহ।
    বি দ্রঃ -১) ভর্তি শুরু হয়েছে সমস্ত বিষয়ের ওপর তবে বিজ্ঞান বিভাগকে অগ্রাধিকার দেওয়া হয়।
    ২) উচ্চ মাধ্যমিক মেধাবী ছাত্রদের শিক্ষার স্বার্থে অগ্রাধিকারের ভিত্তিতে ভর্তি নেওয়া হচ্ছে, কারণ কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে কিন্তু বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে কোন ক্ষতি না হয় তার জন্য আবাসিক থেকে পড়ার সুবিধার্থে শর্তসাপেক্ষ ভর্তি নেয়া হচ্ছে।
    ৩) নিট পরীক্ষার্থীদের শর্তসাপেক্ষ শিক্ষার স্বার্থে আইনি শর্তে ভর্তি নেয়া হচ্ছে।
    ৪) সমগ্র ভর্তি প্রক্রিয়া ওয়াকফ বোর্ডের নিয়ম ও নির্দেশ অনুযায়ী বলবৎ হইবে।