|
---|
আর.এ.মন্ডল,খন্ডঘোষ : পূর্ব বর্ধমান জেলার সংখ্যালঘু উন্নয়ন নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল বর্ধমান সার্কিট হাউসে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ডিপার্টমেন্টের এডভাইসর সৈয়দ আবদুস সামাদ সাহেব, বোর্ড সদস্য হাশিম মন্ডল, বর্ধমান শহর জমিয়তের সম্পাদক মাওলানা মহসিন কাসেমী, সভাপতি মুফতি সাদিক সাহেব সহ পূর্ব বর্ধমান জেলা শীর্ষ প্রশাসনিক আধিকারিকগন।
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের অ্যাডভাইসর সৈয়দ আবদুস সামাদ প্রতিবেদককে জানিয়েছেন যে” মূলত জেলা প্রশাসনের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য ২০২১-২২ সালের টার্ম লোনের বিশেষ আলোচনা হয়েছে । ডিসেম্বরের শেষ সপ্তাহে এবিষয়ে বিস্তারিত আলোচনার আরও একটি বৈঠক ডাকা হয়েছে।”