|
---|
মনোয়ার হোসেন, বর্ধমান : ১০ সেপ্টেম্বর ২০২৪। আজ পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান উন্নয়ন সংস্থার ঋষি অরবিন্দ সভা ঘরে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের একটি সভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, সদস্য রফিকুল আলম, সদস্য শাহজাদ কাদেরী , সুব্রত চৌধুরী, সদস্য নাযহাত জয়নাব, সদস্য মাসুদ আলী আল কাদেরী, সদস্য শ্রী সতনম সিং আলুওয়ালিয়া, প্রাক্তন কমিশনের চেয়ারপারসন মমতাজ সংঘমিতা, এ ডি এম (শিক্ষা) সানা আক্তার আইএএস এবং বর্ধমান জেলার মুসলিম ,শিখ, জৈন বৌদ্ধ ধর্মের প্রতিনিধিগণ, সমাজকর্মী , শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবি, ও ধর্মীয় নেতাগণ,বিভিন্ন সমস্যা নিয়ে আগত প্রতিনিধিগণ তাদের বক্তব্য তুলে ধরেন। মূলত ওয়াকাফ সম্পত্তি বেদখল, সংখ্যালঘু হোস্টেল, স্টাইপেন, ওবিসি সার্টিফিকেট, মাইনোরিটি সার্টিফিকেট, হেরিটেজ প্রাচীন সৌধ, কবরস্থানের প্রাচীর, সংখ্যালঘু বিভিন্ন সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। কমিশনের চেয়ারম্যান আহমাদ হোসেন ইমরান সকলকে জ্ঞাত করলেন তিনি যথা শীঘ্র সম্ভব রিপোর্ট আকারে প্রস্তাব সরকারের ঘরে জমা দেবেন। ওয়াকাফ সম্পত্তির মতন কাটোয়ায় গুরুদুয়ারার সম্পত্তি বেদখল হয়ে গেছে উদ্ধারের আবেদন করেন শিখ ধর্মের মানুষজন, একটি নিজস্ব সংখ্যালঘু সভা গৃহের জন্য বারংবার বক্তব্য উঠে আসে । সংখ্যালঘু ছাত্রাবাসের আসন সংখ্যা বৃদ্ধি ও সংখ্যালঘু হোস্টেলের পরিকাঠামো উন্নয়নের ও নতুন ভবন তৈরীর আবেদন উঠে আসে। দ্বিতীয় পর্যায়ে বর্ধমান সার্কিট হাউসে ডিএম, এডিএম , এসডিও ও বিভিন্ন আধিকারিকদের নিয়ে সংখ্যালঘু কমিশনের সঙ্গে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।