সাংসদ খলিলুর রহমানের আই সি ইউ অ্যাম্বুলেন্স প্রদান জঙ্গিপুর পৌরসভাকে

সাহিন হোসেন, মুর্শিদাবাদ : সাংসদ খলিলুর রহমান তারবসাংসদ তহবিল থেকে জঙ্গিপুর পৌরসভাকে আই সি ইউ অ্যাম্বুলেন্স তুলে দিলেন ।মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে অ্যাম্বুলেন্সের গুরুত্ব অপরিসীম। পৌরপিতা মফিজুল ইসলাম জানিয়েছেন, চিকিৎসা পরিষেবায় গতি আনার লক্ষ্যে জঙ্গিপুর পৌরসভাকে আইসিইউ অ্যাম্বুলেন্স প্রদান একটি সময়োপযোগী উদ্যোগ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান , জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম, উপ- পৌরপিতা সন্তোষ চৌধুরী, বিরোধী দলনেতা সুবীর রায়,পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক আবু হেনা মোবাসসির, অর্থ আধিকারিক মহম্মদ আরসাদ,জুম্মা খান, সমস্ত কাউন্সিলর, গৌতম ঘোষ,তসিকুল ইসলাম জনি সহ পৌরসভার পৌর কর্মচারীবৃন্দ।আইসিইউ অ্যাম্বুলেন্স একটি মুমূর্ষু রোগীর চিকিৎসা পরিষেবায় নিঃসন্দেহে অনন্য সংযোজন, এটি সঠিকভাবে যত্ন সহকারে মানুষের পরিষেবায় নিয়োজিত রাখার দায়িত্ব পালন করুক জঙ্গিপুর পৌরসভা বলে জানিয়েছেন সাংসদ খলিলুর রহমান। ছবি- সায়ন্তন