|
---|
সেখ আব্দুল আজীম : দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর হুগলি জেলার উত্তরপাড়া মহামায়া হসপিটালে সংসদ তহবিলের ৪২ লক্ষ্য টাকা ব্যয় নির্মিত হল আধুনিক প্রযুক্তিগত এক মডিউল অপারেশন থিয়েটার। এই অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন করেন শ্রীরামপুরের চারবারের সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই হসপিটালের ওপর দিন দিন রোগীর চাপ বেড়েই চলেছিল, সাধারণ মানুষ যাতে আরো উন্নত ধরনের চিকিৎসা পায় তার জন্যই এই ব্যবস্থা। মাননীয় সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন উত্তরপাড়া পৌরসভার ব্যবস্থাপনায় খুবই স্বল্প ব্যয় এই হসপিটাল সাধারণ মানুষকে সুচিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছে তারা যাতে আরো উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পারে তার তরফ থেকে এই ক্ষুদ্র প্রয়াস মডিউল অপারেশন থিয়েটার, তিনি আরো বলেন এই হসপিটালে এখনো কার্ডিয়লজি বিভাগে চিকিৎসা সেইভাবে করা যাচ্ছে না এই পরিষেবা দেওয়ার জন্য যে অর্থের দরকার তা তিনি ব্যবস্থা করে দেবেন। বর্তমানে এই হসপিটালে সাতটি ডায়ালিসিস শয্যা ও ২৭ টি শয্যা বিশিষ্ট আই সি ইউ রয়েছে । এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব সহ বিশিষ্ট চিকিৎসকগণ ও পৌরসভার পৌর সদস্যবৃন্দ।