|
---|
দোলপূর্নিমা উপলক্ষে ভাগবত গীতা পাঠ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান লোকপুরে
নিজস্ব প্রতিনিধি,নতুন গতি:দোলপূর্নিমা উপলক্ষে খয়রাশোল ব্লকের লোকপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোঁসাই মন্দির চত্বরে ভাগবত গীতা পাঠ,কলসযাত্রা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গতকাল রাত্রে মহোৎসব খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। ঝাড়খন্ড রাজ্যের দুমকা থেকে আগত স্বপন কৃষ্ণ মহান্ত ভাগবত গীতা পাঠ করে শোনান। গোঁসাই মন্দির কমিটি তথা উদ্যোক্তাদের পক্ষ থেকে অভিজিৎ কর্মকার, রঞ্জিত পাল ও সোমনাথ ধীবর এক সাক্ষাৎকারে জানান দোলপূর্নিমা উপলক্ষে প্রতিবছর কলসযাত্রা, ভাগবত পাঠ, পাঁচদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রায় পাঁচ হাজার ভক্ত অনুরাগীদের নিয়ে মচ্ছোব খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।